ঢাকা, বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ফুলবাড়ীতে স্বতঃস্ফূর্তভাবে মহান মে দিবস উদযাপন
সলঙ্গায় শ্রমিক সংগঠনের মহান মে দিবস পালিত
মধুপুরে ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্সের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
সারাদেশে পুলিশের অভিযান:২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ১১৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানো নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত
কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ,থানায় মামলা
“জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায়” — মতবিনিময় সভায় বিশিষ্টজনদের মত
পাঁচবিবিতে আবাদি জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু
খুলনায় বস্তাবন্দী লাশের খুনি গ্রেপ্তার , লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার
সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড়
এফবিসিসিআইয়ের জিবি মেম্বারদের ল্যাবএইডে ওয়ানস্টপ চিকিৎসা সেবা দেওয়া হবে-সাকিফ শামীম
পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির নেতৃবৃন্দ
নান্দাইলে ইউপি চেয়ারম্যান খোকন সহ ছাত্রলীগ-শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার

যুবদল কর্মী শাকিল হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল বেগমগঞ্জ

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত যুবদল কর্মী ইয়াছিন আরাফাত শাকিলকে(২৬) গুলি করে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠেছে পুরো এলাকা। লাবিব নামের এক তরুণকে অপহরণ থেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে শাকিল নিহত হওয়ার পর থেকে এই হত্যার বিচার চেয়ে সভা-সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রেখেছে স্থানীয় বাসিন্দারা।

বুধবার সন্ধ্যায় উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে স্থানীয় এলাকাবাসির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়ে শাকিলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একই সঙ্গে বেগমগঞ্জে কিশোর গ্যাং র্নিমূল ও অবৈধ অস্ত্র উদ্ধারের আল্টিমেটাম দেন তাঁরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, নোয়াখালী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ছয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা নুর নবী চৌধুরী, এম আলা উদ্দিন, অবসরপ্রাপ্ত আর্মি মাসুদ, প্রবাসী গিয়াস উদ্দিন, নিহত শাকিলের বাবা মো.সোলাইমান খোকন, নিহতের ছোট ভাই মোজাম্মেল হোসেন শুভ প্রমূখ।
বক্তারা বলেন, গত সোমবার রাতে স্থানীয় গঙ্গাবর বাজার থেকে ৮/৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক তরুণকে অপহরণের চেষ্টা করে। এসময় যুবদল কর্মী ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েজন মিলে সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে হত্যা করে। এসময় অস্ত্রের আঘাতে শাকিলের ছোট ভাই মোজাম্মেল হোসেন শুভর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তিন যুবককে ধরে গণপিটুনীর পর পুলিশে দিলেও বাকি সন্ত্রাসী এবং সন্ত্রাসের মদদদাতারা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে।
বক্তারা আরো বলেন, পুরো বেগমগঞ্জজুড়ে পাড়া-মহল্লায় কিশোর গ্যাং এর ছোট-বড় অসংখ্য গ্রুপ তৈরী হয়েছে। যাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশী-বিদেশী অস্ত্র রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই কিশোর গ্যাং র্নিমূল ও অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে দল-মত নির্বিশেষে সকলে এক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ- শাকিল হত্যার ঘটনায় তাঁর বাবা মো. সোলাইমান খোকন বাদী হয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাতে পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম গঙ্গাবর বাজারের পাশের একটি পরিত্যক্ত ডোবার পাশের ঝোঁপ থেকে শাকিল হত্যায় ব্যবহৃত সেমি অটোমেটিক একটি পিস্তল এবং পিস্তলের সাথে থাকা একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এর আগে ঘটনার পরপরই সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ