ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
বাইশারীতে গভীররাতে দুর্বত্তদের দেওয়া আগুনে এক বসতঘর পুড়ে ছাই
হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
ফুলবাড়ীতে গাঁজা সহ আটক-১
আমতলীর সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ ছজুর ইন্তেকাল
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
ঘোড়াঘাটে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ২২৭১
পাঁচবিবিতে হত্যা মামলার আসামী মাদক সম্রাট আপেল গ্রেফতার
কয়রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরে শিশু আবু বক্কর: মানবিক সহায়তা চায় পরিবার
ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পশুসহ গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় আ.লীগের ২১জন নেতাকর্মী গ্রেপ্তার
কালীগঞ্জে প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী আটক
বকশীগঞ্জে পুলিশি অভিযানে আ’লীগের উপ দপ্তর সম্পাদক সহ আটক – ৪

সামরিক বাহিনী পরিচয়ে নিয়োগ পরীক্ষা,প্রতারক গ্রেফতার

সামরিক বাহিনীর কর্মকর্তা পরিচয়ে নৌ-বাহিনীর অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় ৩০ লাখ টাকা নিত একটি চিক্র। একটি আবাসিক হোটেলে নেওয়া হতো ভুয়া লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে হোটেলে বসেই দেওয় হতো ভুয়া নিয়োগপত্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এক ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ করলে ঘটনার ৫ মাস পর প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই নেত্রকোণা জেলা।

শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে সিলেট বাস স্ট্যান্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ও বিমানবাহিনীর সার্জেন্ট পদের ২টি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানিয়েছেন পিবিআই হেডকোয়ার্টারের (মিডিয়া অফিসার) পুলিশ সুপার আবু ইউসুফ।

আবু ইউসুফ বলেন, হাবিবুল্লাহ বাগেরহাট জেলায় থাকাবস্থায় বিমানবাহিনীর অফিসার পরিচয় দিয়ে নৌ-বাহিনীর অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ পাতে। চলতি বছরের জানুয়ারি মাসে নেত্রকোণার আটপাড়া থানার ৫ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে হাবিবুল্লাহ তার প্রথম স্ত্রীর বড় ভাই মহিবুল্লাহ ও তার ছোট ভাই মহিউদ্দীনের মাধ্যমে খুলনা সোনাডাঙ্গা বাইপাস এলাকায় জানুয়ারি মাসে আবাসিক হোটেলে নৌ-বাহিনীর অফিস সহায়ক কাম-কম্পিউটার অপারেটর পদে ভুয়া লিখিত পরীক্ষা নেয়। পরীক্ষা শেষে উক্ত হোটেলেই তাদেরকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ২৭ জুলাই ভুক্তভোগী হাবিবুর রহমানের পিতা আরাধন পিবিআই নেত্রকোণা জেলায় ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা ওঠে আসে।

তিনি বলেন, প্রতারণা ঘটনায় দুটি মামলা করা হয়। মামলা রুজু হওয়ার পর থেকে ঘটনার সাথে জড়িত আসামি আত্মগোপন করেন। শনিবার (২ ডিসেম্বর) খুলনায় ও সিলেটে অভিযান চালিয়ে সিলেট বাস স্ট্যান্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা সেনাবাহিনীর লেফটেন্যান্ট ও বিমানবাহিনীর সার্জেন্ট পদের ২টা ভুয়া আইডি কার্ড বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাবিবুল্লাহ প্রতারণামূলকভাবে ভুক্তভোগীদের কাছ থেকে ৩০ লক্ষাধিক টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ