ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বোদা উপজেলা প্রেসক্লাবের হকিকুল ইসলাম সভাপতি ও লিহাজ উদ্দীন মানিক সম্পাদক
সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাপ-চাচার বাড়িতে আবারো আগুন
বাগমারায় মোহনগঞ্জ কওমী মাদ্রাসার আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন ও পণ্য বর্জণের ডাক
বাইক সার্ভিসিংয়ের দোকানে শিশুর পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা,আটক ১
নাজিরপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ১১
বাড্ডায় ১১ লাখ টাকা চুরি,কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩
ছিনতাই করতে গিয়ে খুন, গ্রেফতার ২
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন
অস্ত্র মামলায় ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনের ১৪ বছরের সাজা, কারাগারে পাঠানোর নির্দেশ
নবীনগরে ধর্ষিতাকে মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি
সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন
বকশীগঞ্জে জামায়াতের সাবেক আমীর মাওলানা সাজ্জাদ হোসেনের প্রথম দাফন সম্পন্ন

বাড্ডায় ১১ লাখ টাকা চুরি,কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধারসহ জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং মো. মাসুম মোল্লা (১৯)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. মাসুদ কাজীকে গত ১৩ এপ্রিল দুপুরের দিকে ডাচ্-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা করার জন্য পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পান শরীফ।

এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় ১৪ এপ্রিল একটি মামলা রুজু করা হয়।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার দিনগত রাত ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম কাজীর কাছ থেকে চুরি হওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা উদ্ধার টাকা চুরি করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ