
রাজধানীর মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাইসহ খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সাব্বির হোসেন (২০) ও মো. হৃদয় খান (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি-তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে হাবিবুল্লাহ হাবিব (১৮) রমনার ১৯, নিউ ইস্কাটনের (মিডিয়া গলি) একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর রাত ৩টার দিকে মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে হাবিবের রিকশার গতিরোধ করে। তারা হাবিবের মোবাইল ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাবিব বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে হাবিবের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন (১৬ ডিসেম্বর) হাবিবের বাবা মো. নায়েব আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
তিনি বলেন, চাঞ্চল্যকর ক্লু-লেস এ ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ বা আসামিদের তথ্য না থাকলেও ডিবি-তেজগাঁও বিভাগ নিবিড় তদন্তে অপরাধের ধরন ও অপরাধের কৌশল বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করে। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (১৪ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে একটি মাদক মামলায় জেলহাজতে। গ্রেফতাররা পেশাদার সক্রিয় ছিনতাইকারী বলেও জানান তিনি।
ডিআই/এসকে