ঢাকা, মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাড্ডায় ১১ লাখ টাকা চুরি,কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩
ছিনতাই করতে গিয়ে খুন, গ্রেফতার ২
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন
অস্ত্র মামলায় ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনের ১৪ বছরের সাজা, কারাগারে পাঠানোর নির্দেশ
নবীনগরে ধর্ষিতাকে মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি
সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন
বকশীগঞ্জে জামায়াতের সাবেক আমীর মাওলানা সাজ্জাদ হোসেনের প্রথম দাফন সম্পন্ন
মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে কুড়িগ্রামে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন
শার্শার বাগআঁচড়া বসতপুর তালতলা ধানের ক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার
ফুলবাড়ীতে ইস্কাফ মাদক সহ আটক-১
লোহাগড়ায় বাক-প্রতিবন্ধিকে ধর্ষণ ২ লাখে মিমাংসার চেষ্টা,অভিযুক্ত আটক
কুষ্টিয়া আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা বর্ষবরণ
রাজাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা

সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলায় মোট ৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৩ হাজার ৭৬৬ জন। এতে অনুপস্থিত ছিল ৯৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ। তিনি মোরেলগঞ্জ এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, রওশন আরা বালিকা বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখেন।

পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ইউএনও মোঃ হাবিবুল্লাহ জানান, “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্র সচিব ,হল সুপার এবং ট্যাগ অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে যাতে কোনো অনিয়মের ঘটনা না ঘটে।”

সরেজমিন ঘুরে দেখা গেছে,
এসএসসি সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩০২ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২৬৮ জন এবং অনুপস্থিত ছিল ৩৪ জন।
দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৩২৯ জন, অংশ নেয় ১ হাজার ২৭১ জন এবং অনুপস্থিত ছিল ৫৮ জন।
কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ২২৯ জন, যেখানে ২ জন অনুপস্থিত ছিল।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কিছু অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ২০২৫ সালে অনুষ্ঠিত ,পরীক্ষার প্রথম দিনের পরিবেশ ছিল সম্পূর্ণ অনুকূলে ও শান্তিপূর্ণভাবে
এসময় তারা আশা প্রকাশ করেন, বাকি সকল পরীক্ষাগুলোতেও একই পরিবেশ বজায় থাকবে।

শেয়ার করুনঃ