ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছাত্রী হেনস্তাকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের জন্য আত্রাইয়ে মানববন্ধন
বকশীগঞ্জে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
গাজায় গণহত্যার প্রতিবাদে জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে অবস্থান বিক্ষোভ ছাত্রদলের
সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে পা হারালো আরও এক বাংলাদেশী
নবীনগরে পুলিশের উপস্থিতিতেই ডিজিএফআই পরিচয়ে অপহরণ, ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি,অবশেষে উদ্ধার
সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭
লালমনিরহাটে মিথ্যা অপবাদে গৃহবধূর আত্মহত্যা
শ্রীনগরের কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নিতে এসে টাংগাইলের ছাত্রলীগ নেতা গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
উপদেষ্টা ফাওজুল কবির খানের পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ
রাজবাড়ী ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার
দুই জেলায় নতুন এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
পহেলা বৈশাখ উদযাপন নিয়ে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেড় যুগের বাশঁহাটি গোহাট বাজার ভেঙ্গে দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সরকারি ফেরি ফেরিভূক্ত বাশঁহাটি বাজারটি ভেঙ্গে দেওয়ায় স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুব্দ হয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছে ওই বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ ও এলাকার জনগণ। জানাগেছে, দেড় যুগ ধরে বাশঁহাটি বাজারটি সরকার খাস কালেকশন সহ ইজারা পত্তনের আওতায় ছিল। উক্ত ফেরি ফেরি বাজারটিতে ৩৪ শতাংশ জমি সরকারের নামে বিদ্যমান রয়েছে। ফলে বাজারটির জন্মলগ্ন থেকে ইজারা পত্তন ও খাস কালেকশন করা হয়েছে। এছাড়া ২০১৫ সন থেকে ২০২৪ সন পর্যন্ত বাজারটিতে প্রতি বৃহস্পতিবার গো-হাট অর্থাৎ গরু-ছাগল বেচাঁ-কেনায় সাধারন জনগন, ব্যবসায়ী ও এলাকাবাসীর বিশ্বস্ত বাজার হিসাবে সুনাম অর্জন করে আসছিল। তবে মামলার জটিলতার কারনে উক্ত বাজারটি ইজারা ডাক না হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যথারীতি খাস কালেকশন চলমান ছিল। যা নান্দাইল উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের দায়িত্বরত পূর্বের কর্মকর্তা বিষয়টি অবহিত ছিলেন। কিন্তু একটি অসাধু সিন্ডিকেট তাদের নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্য পূরণের জন্য উক্ত বাশঁহাটি গো-হাট বাজারটি ভেঙ্গে দেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করলে, স্থানীয় প্রশাসন কারনেই গত বৃহস্পতিবার উক্ত গো-হাট বাজারটি ভেঙ্গে দেয়। দীর্ঘদিনের চলমান বাজারটি এভাবে ভেঙ্গে দেওয়া বেআইনী ও অযৌক্তিক বলে মনে করছেন এলাকার জনগণ। এছাড়া বাজারটি ভেঙ্গে দেওয়ায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। বাশঁহাটি বাজারের কয়েকজন ব্যবসায়ী এই প্রতিবেদককে জানান, স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারনেই বাঁশহাটি গো-হাট বাজারটি ভেঙ্গে ফেলায় একটি অসাধু সিন্ডিকেট পাশর্^বর্তী নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে নতুন করে একই দিন ধার্য রেখে নতুন গো-হাট বাজার বসিয়েছে। সরকারের অনুমোদহীনভাবে মহাসড়কের পাশে অবৈধ গো-হাট বাজার বসানো, তাও আবার সওজের জায়গা দখলের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এছাড়া নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারটি সরকারি ফেরি ফেরিভূক্ত কোন বাজার নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি সহ বাশঁহাটি বাজারটির পুনরুদ্ধার করার জোর দাবী জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, বাশঁহাটি বাজার গো-হাট অবৈধ থাকায় তা ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে নতুন গো-হাট বাজার বসেছে শুনেছি, তাঁরও কোন অনুমোদন না থাকায় এটিও অবৈধ। আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com