
ডেস্ক রিপোর্ট :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের অংশগ্রহণে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।
প্রথম দিন অনুষ্ঠানের বিয়ের গীত ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫০টি সাংস্কৃতিক দলের ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশু। এ ছাড়া মেলায় ২০টি স্টলে বিভিন্ন গৃহস্থালি ও ব্যবহার্য জিনিসপত্র, কৃষি, শিকার যন্ত্রপাতি, গয়না, পোশাক, ঔষধি দ্রব্য ও খাবার ইত্যাদি প্রদর্শন করা হয়।
সাংস্কৃতিক মেলার দ্বিতীয় দিন আজ (শনিবার) জনজাতিভিত্তিক কারাম গীত ও নৃত্য, দাশাই, আমলোবান ও ঝুমুর প্রতিযোগিতায় ৫০টি দল অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিবিভিওর নির্বাহী প্রধান অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘রক্ষাগোলা খাদ্য নিরাপত্তার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের অধিকার অর্জন, নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফলে জনজাতিগুলোর অর্থসামাজিক-রাজনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতি দিন দিন বাড়ছে। আমরা আশাবাদী, সংগঠনগুল ভবিষ্যতে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলেন্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) সভাপতি অধ্যাপক মো. আব্দুস সালাম, সহসভাপতি আরিফা বেগম, সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান মো. সারওয়ার-ই-কামাল স্বপন, রাজশাহী রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কাসহ গোদাগাড়ীর জাতিগোষ্ঠীর নেতারা।