প্রথম দিন অনুষ্ঠানের বিয়ের গীত ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫০টি সাংস্কৃতিক দলের ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশু। এ ছাড়া মেলায় ২০টি স্টলে বিভিন্ন গৃহস্থালি ও ব্যবহার্য জিনিসপত্র, কৃষি, শিকার যন্ত্রপাতি, গয়না, পোশাক, ঔষধি দ্রব্য ও খাবার ইত্যাদি প্রদর্শন করা হয়।
সাংস্কৃতিক মেলার দ্বিতীয় দিন আজ (শনিবার) জনজাতিভিত্তিক কারাম গীত ও নৃত্য, দাশাই, আমলোবান ও ঝুমুর প্রতিযোগিতায় ৫০টি দল অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিবিভিওর নির্বাহী প্রধান অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘রক্ষাগোলা খাদ্য নিরাপত্তার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের অধিকার অর্জন, নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফলে জনজাতিগুলোর অর্থসামাজিক-রাজনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতি দিন দিন বাড়ছে। আমরা আশাবাদী, সংগঠনগুল ভবিষ্যতে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলেন্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) সভাপতি অধ্যাপক মো. আব্দুস সালাম, সহসভাপতি আরিফা বেগম, সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান মো. সারওয়ার-ই-কামাল স্বপন, রাজশাহী রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কাসহ গোদাগাড়ীর জাতিগোষ্ঠীর নেতারা।