
রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ার নামের একটি ভবনের টপ ফ্লোরে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
শনিবার (০৩মে) রাত ৮টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম।
মো.আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ার এর টপ ফ্লোরে আগুন আগুনের ঘটনা ঘটেছে। আমরা রাত ৮টা ২৫মিনিটের দিকে সংবাদ পাই। এরপর ৮টা ৩২ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
এ ঘটনায় কোন হতাহত নেই বলেও জানান তিনি।
কেআর/