
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শনিবার ভারত যান সন্তু লারমা
ভারতে গেলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
শনিবার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন। এসময় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে যাচ্ছেন বলে জানানো হয়।
এরআগে সন্তু লারমা সড়কপথে পার্বত্য চট্টগ্রাম থেকে আখাউড়ায় আসেন। পরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে কার্যাদি শেষ করে দুপুর ২টার দিকে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছান।
এসময় সাংবাদিকদের সন্তু লারমা জানান, প্রথমবারের মতো এ পথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা ছাড়াও মাতৃ – পিতৃ তর্পণ ও ধর্মীয় আচারাদি সম্পাদন করবেন।
পাহাড়ে নিরাপত্তাসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিষয়াদি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একবার আসুন, রাঙ্গামাটি ঘুরে দেখে যান। তবেই বুঝবেন। এর বেশি কোনো কথা বলতে আগ্রহ দেখাননি সন্তু লারমা।