
মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধিঃ আত্রাইয়ে বাজার গুলোতে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছ ৷
আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে দেশি যাতিও লিচু দেখা যায়তেছে খেতে কিছুটা টক হলেও রঙিন এই লিচু দেখে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন লিচু দোকানে। মধুর মাসের বাজারে ওঠা প্রথম লিচু হওয়ায় এখন প্রতি ১০০ লিচুর দাম এখন ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে,অনকেটা দাম চড়া।
দেশি জাতের লিচুগুলো একটু টক ও হালকা মিষ্টি,তবে টসটসে মিষ্টি লিচু আসবে কিছু দিন পরে।আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে।তখন বিভিন্ন জাতের লিচু উঠলে দামও কিছুটা কমবে। মাদ্রাজি,বোম্বাই, বেদানা,চায়না,কাঁঠালি বোম্বাই কোনটাই এখনো আসেনি।এসব লিচু বেশ সাইজের হয়ে থাকে,প্রচুর রসালো ও খেতে মধুমিষ্টি।
মৌসুমের প্রথম ফল বাজারে আসায় দামটা একটু বেশি।তবে অন্যান্য জাতের লিচু বাজারে উঠলে দাম কমে যাবে। বান্দাইখাড়া বাজার সহ আত্রাই উপজেলার বভিন্ন বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।তারা জানিয়েছেন,বাজারে এসেছে গুটি জাতের দেশি লিচু।এলাকার আশপাশের বাগানগুলো থেকে লিচু এনে এখানে বিক্রি করছেন তারা। প্রতি একশ’ লিচু বিক্রি করছে ২৫০থেকে ৩০০ টাকায়,দাম চড়া এটিও মানছেন ক্রেতারা।