নয়ন হোসেন,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জন কার্যালয়ের উদ্যোগে পিপিআর রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০) হরিপুর উপজেলার ৪ নং ডাংগিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দামোল হাজিপাড়া গ্রামে মোট ৩০০ ছাগলকে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।
টিকাদান কার্যক্রমে মাঠ পর্যায়ে সেবা প্রদান করেন এআই টেকনিশিয়ান মাইনুল হক এবং ভ্যাক্সিনেটর আব্দুর রহমান বকুল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পিপিআর রোগ ছাগলের জন্য অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী একটি রোগ। এ টিকা কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে ছাগল পালনে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমবে এবং খামারিরা উপকৃত হবেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সরকারিভাবে নিয়মিত এ ধরনের টিকাদান কর্মসূচি চালু রয়েছে, যাতে পশুপালকরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে ছাগল ও গবাদিপশু লালন-পালন করতে পারেন।