সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার (১০অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের সোনার বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মাও. ওয়ালী উল্যাহর সঞ্চালনায় মাও. আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বাংলাদেশ জামায়াত ইসলামি লক্ষ্মীপুর জেলার সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী।
সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক মাও. নুরুল আমীন কাসেমী, সংগঠনিক সম্পাদক মাও. হাঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাও. মঞ্জুরুল ইসলাম নাদিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাও. কামাল উদ্দিন, মাও. নুরুল্লাহ তারেক, খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা সভাপতি মাও. গোলাম মোস্তফা, মাও. মহিউদ্দিন মাহমুদ, মাও. মনিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম, মাও. সোলাইমান, মাও. গিয়াস উদ্দিন, মুফতি হারুন, মাও. আব্দুল্লাহ, মাও. ফয়জুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার প্রধান সমন্বয়ক আরমান হোসেন, সমন্বয়ক মো. বায়জিদ হোসেন প্রমুখ। এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।