1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রোপা আমন মৌসুমে আগাম ধান চাষ করে লাভবান নাগেশ্বরীর কৃষকরা | সকালের খবর ২৪
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যু বার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মাকসুদা রীমার শ্রদ্ধাঞ্জলি আজকে উপ- খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ‘কথার আগেই পিস্তল চালাতে হবে’, বলা কথিত সন্ত্রাসী গ্রেফতার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান মালামালসহ আটক-৩ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযান আটক-৩ নীলফামারীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পঞ্চগড়ে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় উচ্ছেদ অভিযান

রোপা আমন মৌসুমে আগাম ধান চাষ করে লাভবান নাগেশ্বরীর কৃষকরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Oplus_131072

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি:

রোপা আমন মৌসুমে আগাম ধান চাষ করে লাভবান হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর কৃষকরা। ব্রি-৭৫ জাতের ধান চাষ করে আগাম ঘরে তুলতে পেরে একদিকে যেমন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হচ্ছেন কৃষকরা অপরদিকে আগাম ধান কর্তনের ফলে দুই ফসলী জমিতে ৩ ফসলে রূপান্তর করতে পারবেন তারা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর উপজেলার ৬১৫ হেক্টর জমিতে ব্রি-৭৫ জাতের ধান চাষ হয়েছে। এসব ধান ইতোমধ্যে কাটা-মাড়াই শুরু হয়েছে। এছাড়াও আগাম ধান কেটে ঘরে তুলে কষকরা ওই জমিতে সরিষা, ভুট্টা, গমসহ বিভিন্ন শাকসবজি চাষ করতে পারবেন। ফলে বাড়তি আয়ের সুযোগ হবে কৃষকদের।

উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাউরিটারী এলাকার কৃষক হামিদুল ইসলাম জানান, তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় চলতি আমন মৌসুমে এক একর জমিতে ব্রি-৭৫ জাতের আগাম ধানের চাষ করেছেন।এছাড়াও ওই এলাকার কৃষক আমিনুল ইসলাম চাষ করেছেন এক বিঘা জমিতে। তারা জানান ফলন খুব ভালো হওয়ায় তারা খুশি। বিঘা প্রতি ১৫-২০ মণ পর্যন্ত ধান হচ্ছে বলেও জানান তারা।

কৃষক তাজুল ইসলাম জানান, তিনি দেড় বিঘা জমিতে এই ধান চাষ করেছেন এবং মুছা মামুন করেছেন দুই বিঘা জমিতে। তারা জানান আগাম জাতের ধান চাষের ফলে তারা আগাম ঘরে তুলতে পারছেন। এতে করে দামও ভালো পাবেন বলে আশা তাদের। এছাড়াও জমি খালি হলেই ওই জমিতে সরিষা ও শাক-সবজি চাষ করবেন।

এতে করে পারিবারিকভাবে তেল ও সবজির চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন তারা।

সোমবার দুপুরে এসব রোপা আমনের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন কুড়িগ্রামের খামারবাড়ীর উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) তানভির আহমেদ সরকার, উপ-পরিচালক (উদ্যান) মনিরুজ্জ¥ান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার হোসেন, শ্রিপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার জামিল, রুহুল আমিন প্রমুখ।

উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, এই জাতের ধান চাষে উৎসাহী করতে, ফলন ভালো হওয়ার জন্য কৃষকদের মাঝে পরামর্শসহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এই ধান চাষের ফলে কৃষকরা ঘরে আগাম ধান তোলার পাশাপাশি দুই ফসলী জমিতে ৩ ফসল চাষ করতে পারছেন। হলে এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD