নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
চট্টগ্রামের হাটহাজারী থানার পুলিশ শনিবার (১১ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল কাদের ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের মো. হোসাইনের ছেলে মো. সানিম, একই গ্রামের আমিনুল হক লিটনের ছেলে রিয়াজুল ইসলাম তুহিন, রাউজান পৌরসভার পশ্চিম গহিরা গ্রামের মো. সেলিমের ছেলে মো. রবিউল হোসেন সাইমনসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া বলেন, “উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় অপরাধ দমন ও আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।”