ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা সৈয়দ মাফুজা রুনা। ১৮টি অস্ট্রেলিয়ান জাতের গাভী নিয়ে গড়ে তুলেছেন আধুনিক দুগ্ধ খামার। প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামারে, যা বিক্রি করে মাসে আয় করছেন দুই লাখ টাকারও বেশি। কিছুদিন আগেও সংসারের টানাপোড়েনে ছিলেন মাফুজা রুনা। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আজ তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। বর্তমানে তার খামারে তিনজন কর্মী স্থায়ীভাবে কাজ করছেন। সম্প্রতি তার উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণামূলক গল্প টিভি চ্যানেলে প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সেই সংবাদ দেখে শুক্রবার (১০ অক্টোবর) সকালে তার খামার পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, উপজেলা তাতীদলের আহ্বায়ক মিজানুর রহমান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল গাজী, যুবদল নেতা ইমাম হোসেন সেন্টু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর শহিদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায় দিয়েই প্রমাণ করেছেন মাফুজা রুনা—চাইলেই গ্রামীণ নারীরাও হতে পারেন সফল উদ্যোক্তা।বর্তমানে রাজাপুরের মানুষদের কাছে মাফুজা রুনা কেবল একজন সফল নারী নয়, বরং অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।