1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: খুটির জোর কোথায় | সকালের খবর ২৪
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতারে পুলিশ’র প্রেস ব্রিফিং মোরেলগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন আখাউড়া পুলিশের অভিযানে প্রাইভেটকারে মাদক পাচারের নগদ টাকা সহ গ্রেফতার ৫ বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত নাগেশ্বরীতে কচাকাটা থানায় বিএনপি’র মত বিনিময় সভায় সাইফুর রহমান রানা বাইশারীতে ১০ বছরের মুসলিম শিশুকে ধর্ষণের অভিযোগে বড়ুয়া যুবক আটক তারেক রহমানের ৩১ দফাই জাতীয় ঐক্যের রূপরেখা: মোরেলগঞ্জে মনিরুল হক ফরাজি সুধারামে ধর্ষণ মামলার মূল আসামি র‍্যাবের হাতে গ্রেফতার নিউমার্কেট সিটি কমপ্লেক্সে তালা ভেঙে ২১ লাখ টাকা চুরি, আসামি গ্রেফতার,নগদ অর্থ উদ্ধার

মাধবপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়: খুটির জোর কোথায়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ উঠেছে। তিনি কয়েকদিন পর পর চাঞ্চল্যকর ঘটনার জন্ম দেন । সম্প্রতি তার দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম তার লোকজন নিয়ে কাউকে কিছু না জানিয়ে মসজিদের পাশে থাকা পাঁচটি নারিকেল গাছ থেকে ৫০ টিরও বেশি নারিকেল কেটে নিয়ে যান। যা স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা জসিম উদ্দিন বলেন, মসজিদের সম্পদ চুরি করা গুরুতর গুনাহের কাজ । আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত এই চুরির ব্যবস্থা নিক।

স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অভিযোগ করেছেন, সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু নৈতিকতার পরিপন্থী নয়, এটি সরকারি সম্পদ আত্মসাতের শামিল। যিনি শিক্ষা বিভাগের কর্মকর্তা তার কাছ থেকে এ ধরনের অনৈতিক কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী বলেন,এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মসজিদের সম্পদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসব এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, শিক্ষা কর্মকর্তা নারিকেল নেওয়ার বিষয়ে কোনো অনুমতি নেননি। বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমরা অফিসাররা জনগণের সেবা করি। কিছু নারিকেল নিয়েছি, অভিযোগ থাকলে মূল্য পরিশোধ করব। আমি জানতাম না এটি মসজিদের জায়গা।প্রসঙ্গত, সম্প্রতি এই শিক্ষা কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাহিদ বিন কাশেম তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন পাঠান বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা নানাভাবে প্রভাব খাটিয়ে সেটি ঠেকানোর চেষ্টা করছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD