

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ও পৌর শাখার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় জয়পুরহাট জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এই কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী মন্ডল।
জেলা শাখার সহ-সভাপতি হারুনুর রশিদ সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সদস্য সাদেক আলী মন্ডল ও আক্কেলপুর উপজেলা শাখার মহিলা সভানেত্রী নীলা চৌধুরীসহ আরো অনেকেই।
বক্তারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংরক্ষণ ও তার আদর্শে সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে পাঁচবিবি উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করেন জেলার সাংগঠনিক সম্পাদক আজিজুল হক মিলন।
এতে পাঁচবিবি উপজেলা কমিটিতে সভাপতি পদে সাদেক আলী মন্ডল, সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন এবং পৌর কমিটিতে সভাপতি পদে আবু তালেব, সাধারণ সম্পাদক পদে হাসান ইবনে শ্রাবণ ও সাখাওয়াত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।