মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে গতকাল শনিবার রাতে ডাকাতির প্রস্তুতির কালে ট্রাক ও ডাকাতির সরঞ্জামাদি সহ ৮ ডাকাত গ্রেফতার। জানা গেছে, পটুয়াখালী সদর থানার আভিযানিক দল তাদের গ্রেফতার করতে তখন সক্ষম হয়। এ বিষয় নিয়ে ১২ অক্টোবর রবি বার বিকালে পটুয়াখালী সদর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল ও পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ইমতিয়াজ হোসেন সহ এ থানার পুলিশ সদস্যরা এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।