মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৩ টি রাসায়নিক সার ও বীজ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জীবননগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। পরিচালিত অভিযানে বীজ, কীটনাশক ও মুদি দোকানে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার জীবননগরে সার বীজ ও মুদি দোকান অভিযান চালানো হয়। এসময় বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য, মূল্য ও প্রয়োজনীয় তথ্য না থাকায় মেসার্স শীলা বীজ ভান্ডার কে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স গ্রীন লাইফ সীডস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং রাসায়নিক সারের দাম বেশি রাখার অপরাধে মেসার্স এ্যানি এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে মোট ৫৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এসময় সকল প্রতিষ্ঠানে নানা নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ের কর্মকর্তা সালমা জাহান নিপা,ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।