মো:তারিকুর রহমান চুয়াডাংগা জেলা প্রতিনিধি : জীবননগরে চোখের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে হালিমা খাতুন নামের ৬৫ বছর বয়সের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। শনিবার(১১ অক্টোবর) ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের পুরাতন পাড়ায় এই ঘটনা ঘটে। হালিমা খাতুন একই গ্রামের মৃত হযরত মন্ডলের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, হালিমা খাতুন গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট হাসপাতাল থেকে চোখের অপারেশন করান।পরে বাড়িতে আসার পর থেকে তার চোখের ব্যাথা ও জ্বালাযন্ত্রণায় কাতরাতে থাকে। চোখের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার ভোরে বাড়ির রান্নাঘরে জানালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে এতে সেখানেই তার মৃত্যু হয়। জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মো. মামুন হোসেন বিশ্বাস জানান,মাধবখালী গ্রামে এক বৃদ্ধার আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।