মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা,জীবননগর উপজেলার উথলীতে বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী উথলী ইউনিয়ন যুবদলে যোগদান করেছেন।
বুধবার(১ অক্টোবর) সন্ধ্যায় উথলী বাসস্ট্যান্ডে বিএনপির ইউনিয়ন কার্যালয়ে যুব দলের আহবায়ক নাজমুল হুসাইন দিপুর হাত ধরে তারা যোগদান করেন।যুবদলের নবাগত সদস্যদের গলায় ফুলের মালা দিয়ে গ্রহণ করে মিষ্টি মুখ করানো হয়।
এসময় নাজমুল হুসাইন বলেন, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আজ অর্ধশতাধিক নেতাকর্মী উথলী ইউনিয়ন যুবদলের ছায়াতলে এসেছে।আমরা তাদের কে স্বাগত জানায়।উথলী ইউনিয়ন যুবদল আজ অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু কে বিপুল ভোটে জয়ী করতে উথলী ইউনিয়ন যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউপি সদস্য আরমান আলী, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ, তৌহিদ হোসেন,শিবলু,রনি,আরিফুল, আরেফিন,রানা প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক,সদস্য সচিব শাকিল আহম্মেদ জিসান,বিএনপি নেতা বকুল মিয়া,জিতু সহ অনেকে উপস্থিত ছিলেন।