কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা সদর ইউনিয়ন যুবদল নেতা মোঃ আজহারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর, ) কয়রা সদরে উপজেলা যুবদল এর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আজহারুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কয়রা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহাদুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, নুরুজ্জামান খোকা, আকবার হোসেন, মো. ইব্রাহিম, মো. নুর হোসেন, মো. আজহারুল ইসলাম, আবুল খায়ের, আ. হাকিম, টুকুল হোসেন, নাসির উল্লাহ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম ও আবুল হাসান।
বক্তারা অভিযোগ করেন, আজহারুল ইসলামকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।