মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষন করুন” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, উপস্থিত চিকিৎসক ও নার্সরা বক্তব্য দেন। এ ছাড়াও দিবস উপলক্ষে র্যালি ও কেক কাটা হয়।