দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গত সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ অনুষ্ঠানে সামন্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও অসত্য তথ্যের প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সামন্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও অসত্য তথ্য প্রচারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সন্মেলন বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিরামপুর উপজেলা চত্ত্বরের পুকুর পাড়ে পহেলা বৈশাখ অনুষ্ঠানে পান্থাভাত লুটপাট ও মারপিটের ঘটনায় বিভিন্ন গণমাধমে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্য, বানোয়াট-ভিত্তিহীন ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠনকে সামাজিকভাবে হেওপ্রতিপন্ন ও বিএনপির দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করা করার জন্য সংবাদ প্রকাশ করেছেন। আমি পহেলা বৈশাখ (১৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠানে সামন্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও অসত্য তথ্য প্রচারে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির যুন্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুব দলের সদস্য সচিব এডভোকেট মিঞা শিরন আলমসহ সহ বিরামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ'র পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।