নওগাঁ সদর উপজেলার লখাই জানি বাজারসংলগ্ন বৈশাখী মেলায় সেনাবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে মদ্যপ অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তাদের হাতেনাতে আটক করে সেনাবাহিনীর একটি দল।
আটককৃতরা হলেন,সদর উপজেলার বরুনকান্দি গ্রামের মো.খাদিমুলের ছেলে মিজানুর রহমান (৫৪), লোকাই জানি গ্রামের মৃত খুদা বক্সের ছেলে মো.পিন্টু (৪৪), একই গ্রামের পিন্টু হোসেনের ছেলে তামিম (১৮) এবং কুসাইডাঙ্গা গ্রামের মৃত চেরু মণ্ডলের ছেলে মো. কলিম উদ্দিন (৬৮)। জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলায় প্রশাসনের নজর এড়িয়ে নিষিদ্ধ জুয়ার আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআইয়ের সহযোগিতায় নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প থেকে অভিযানে নামে একটি দল। অভিযানের সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে মদ্যপ অবস্থায় আটক করা সম্ভব হয়।
পরে আটককৃতদের জুয়ার সামগ্রীসহ নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাদের থানায় সোপর্দ করেছে। যেহেতু কেউ এই ঘটনায় বাদী হয়নি, তাই তাদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।