আমতলী ( বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার আমতলীতে জমি দখলের জন্য জমিতে রোপনকৃত গাছ ও মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।ঘটনাটি
ঘটেছে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে শনিবার সকালে । স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে আবুল হোসেন তার পৈত্রিক সুত্রে রেকর্ডিও সম্পত্তি ভোগ দখল করে আসছে। একট কুচক্রী মহল ভোগ দখলে থাকা সম্পত্তি দখল করার জন্য পায়তারা করতেছে। একাধিকবার স্থানীয় ভাবে বিচার শালিসি হলেও না মেনে জমি দখল নেয়ার চেষ্টা চালায়।গত শনিবার জমি দখল করে নিতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার গাছ ও মাটি কাটার মেশিন ( ভেকু) দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার মাটি কেটে নিয়ে যায়। বাধা দিতে এলে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং খুন,জখম করার হুমকি দেয়। এর বিচার চেয়ে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল হোসেন।আমতলী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, এই জমি নিয়ে মহামান্য আদালতে একটি বন্টন মামলা করলে আদালত আবুল হোসেন গংদের অ্যাভোকেট কমিশনারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেন। প্রভাবশালী শাহ আলম হাওলাদার, আল আমিন , শাহজাহান, বশির হাওলাদার, কামাল হাওলাদার রাজ্জাক হাওলাদার গংরা আদালতের আদেশ অমান্য করে তারা সীমানা নির্ধারণ করা পিলার উঠিয়ে নিয়ে জোর করে জমি ভোগ দখল করতে চায় । আবুল হোসেন গংরা বাঁধা দিতে গেলে তাদের মারধোর মিথ্যা মামলা ও এলাকা ছাড়া করার হুমকি প্রদান করেন। ভুক্তভোগী আবুল হোসেন বলেন, শাহ আলম, আল আমিন ও শাহজাহান সহ আরও অনেকে আমার পৈত্রিক সুত্রে রেকর্ডিও সম্পত্তিতে আমরা ভোগ দখল করতে গেলেই তারা বাধা দেয়। হামলা ও মামলা করার হুমকি দেয়। এর আগেও মামলা করেছি, আদালত আমাদেরকে সীমানা নির্ধারণ করে দিয়েছে। তারা কি ভাবে বলে, আমাদের জমি ভোগ দখল করতে চায় তা আমরা জানি না। এ বিষয় অভিযুক্ত শাহ আলম হাওলাদার, আল আমিন , শাহজাহান, বশির হাওলাদার, কামাল হাওলাদার রাজ্জাক হাওলাদারের কাছে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল ইসলাম বলেন, দুই পক্ষই থানায় এসেছিলো। এটা আদালতের বিষয়। উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।