আমতলী ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠা মেরামত করতে বাঁধা দিয়েছেন প্রভাবশালীরা। প্রতিকার চেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম । জানা গেছে উপজেলার গুলিশাখালি ইউনিয়নেট খেকুয়ানি বাজারে ২০ জানুয়ারি ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দোকান মালিকরা নিঃশ্ব হয়ে যায় ধারধেনা করে ব্যবসা প্রতিষ্ঠান মেরামত করতে গেলে স্থানীয় প্রভাবশালী মো. রিপন আকন বাধা দিচ্ছেন। ।বিভিন্ন সংস্থা
থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করতে গেলেই বাজে বিপত্তি।এলাকার একটি বিত্তশালী মহল ঘর তুলতে বাধা ও হামলা চালায় বলে অভিযোগ করেন মনির হোসেন নামের দোকান মালিক।উল্লেখিত অভিযোগে, ঘর তুলতে বাধা দিতে আসা রিপন আকন,আনোয়ার হাং সহ আরও অনেকে মনির হোসেনের মা কেও বেধড়ক মারধর করেন।এ ব্যপারে অভিযুক্ত মো. রিপন আকনের কাছে জানতে চাইলে তিনি ব্যবসা প্রতিষ্ঠানের ঐ জমি তাদের বলে দাবী করেন। ভূক্তভোগি ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন আমার বাড়ীর দাগের মাথার জমি সরকার ১ নং খতিয়ানে
নিয়েগেছে । সরকারের প্রয়োজন না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আমি ৪০ বছর যাবৎ ব্যবসা প্রতিষ্ঠান করে জিবিকা নির্বাহ করছি। ২০ জানুয়ারী দুর্বৃত্তদের আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি ধারদেনা করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঘর উত্তোলন করতে গেলে প্রভাবশালী রিপন আকন গংরা বাঁধা দিয়েছেন এবং আমার বৃদ্ধ মাকে মারধোর করেছেন। আমি এ ঘটনার বিচার চাই। এ বিষয় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. অশরাফুল আলম বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা
নেয়া হবে।