ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে
নওগাঁয় তিন গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান: নেই কোনো পাকা রাস্তা
মাধবপুরে ট্রাক পিকাপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার
সেনা অভিযানে ৭ দিনে সারাদেশে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩৯০
“ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল
পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অবৈধ পরিচয়পত্র আটক,কেরানী বহিষ্কার
আত্রাইয়ে সিদ্ধেশ্বরী মোড় থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে
কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শণ
ভূরুঙ্গামারীতে জামায়াতের সুধী সমাবেশ
আত্রাইয়ে বিষ প্রয়োগ করে দাদা ও চাচার বিরুদ্ধে এক কিশোরীকে হত্যার অভিযোগ

নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় দলিল লেখকের ওপর হামলা

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় মনিরুল ইসলাম রাসেল নামের এক দলিল লেখকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা রেকর্ড অথবা কোন আসামি গ্রেফতার না করায় সাংবাদিক সম্মেলন করেন করেন এই ভুক্তভোগী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনিরুল ইসলাম রাসেল আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি জানান।

সংবাদ সম্মেলনে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সাইফ উদ্দিন, বাহার উদ্দিন, নাজমুল পাটোয়ারী, জামসেদ মিয়া ও আবদুস সাকুর’সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এসময় মনিরুল ইসলাম রাসেল বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সন্ত্রাসী মিঠু বাহিনীর প্রধান আজিজুর রহমান মিঠুসহ তার বাহিনীর সদস্যরা রাসেলের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু রাসেল সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রাসেলের ওপর ক্ষুদ্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি সন্ত্রাসী মিঠু বাহিনীকে চাঁদা না দেওয়ায় তারা গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আমার অফিসের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমি সেখানে চিকিৎসা নিয়ে রাতে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

রাসেল বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠেন। আজ সকালে আমার অফিসের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন ওই সন্ত্রাসীরা। তারা আমাকে প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছেন। ঘটনার সময় সিসিটিভিতে ধারণকৃত হামলার একটি ভিডিও রক্ষিত রয়েছে দাবি করে রাসেল বলেন, ওই ভিডিও ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। তার পরও থানায় করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি এবং আসামিদের ধরতে পুলিশের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মামলা গ্রহণপূর্বক আসামিদের গ্রেফতারসহ বিচার দাবি করে আকুতি জানান ভুক্তভোগী দলিল লেখক মনিরুল ইসলাম রাসেল।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ