পিরোজপুর প্রতিনিধি: "দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দেশীয় অস্ত্রের মহড়া ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ" এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক কমিটি কার্যক্রম স্থগিত করা হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ নং সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হল। এখন থেকে ওই ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতা কর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং লিখিত অভিযোগ পাওয়ায় পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পত্রে আরও উল্লেখ করা হয় অভিযোগের সত্যতা প্রমানিত হলে অভিযুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়।এ বিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত করা হয়েছে।