মো. মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি।। বিশ্ব ফাতেহা শরিফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ কে কেন্দ্র করে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় পঞ্চগড় প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট রংপুর বিভাগ -২এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টির ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, তিনি বলেন, আজকে ফিলিস্তিনিদের উপর নির্যাতন সহ্য করার মত নয় যদি ইরান, ইরাক, সৌদি আরব এক থাকতো তাহলে নির্যাতনের শিকার হতো না, জাকের পার্টি বাংলাদেশের ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। তিনি আরও বলেন, আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আয়নাল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম আলম।এছাড়াও জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দেশবাসী ও ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া শেষে তোবারক বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।