মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় স্ত্রী হত্যার আসামীকে জনতা গণ পিটুনিতে নির্মমভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৫ এপ্রিল জনগনের হাতে বেপরোয়া মারধরের স্বীকার হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় স্ত্রী খুনের আসামী ফরিদুল আলমের। ফরিদুল আলমকে মব জাস্টিসের মাধ্যমে গণপিঠুনিতে হত্যা করায় সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। বাঁশখালীর আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।উল্লেখ্যঃ গত ১১ মার্চ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামের শেওলা বাপের নতুন বাড়িতে শ্বশুর বাড়ীতে গিয়ে ঘুমন্ত স্ত্রী রিনা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামি ফরিদুল আলম। স্ত্রীকে হত্যার পর থেকে ফরিদ পলাতক থাকলেও ১৫ মার্চ খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের কালু ফকিরের বাড়ীতে অবস্থান করছে শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে ধরে গণ পিটুনি দিতে থাকে, বাঁশখালী থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ প্রায় ফরিদকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করে ওখানেই তার মৃত্যু হয়।এদিকে তাদের ঘরে ৩ সন্তান প্রথমে মা ও পরে বাবাকে হারিয়ে চির জীবনের জন্য এতিম হয়ে যায়।