রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে হাজারো মানুষের উপস্থিতিতে উদ্যাপিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে , যা জলকেলি উৎসব নামেও পরিচিত।বুধবার (১৬এপ্রিল) তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাংগ্রাই জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।নতুন বছরকে স্বাগত জানাতে এ জল উৎসবে সমবেত হন তিন পার্বত্য জেলার পাহাড়ের মারমা সম্প্রদায়ের মানুষেরা। মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) এর উদ্যোগ আয়োজিত জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এসএম মাহমুদুল হাসান সোহাগ পিএসসি। উৎসবে মেতে উঠেন মারমা সম্প্রদায়ের লোকজন। সাংগ্রাই গানের সুরে সুরে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। দিন ব্যাপী উৎসব পাহাড়ি-বাঙ্গালীর মিলন মেলায় পরিণত হয়।
সাংগ্রাইং উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু মারমার সভাপতিত্বে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি,রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র,রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম,ক্যাপ্টেন আহসানুল হক কবির,বিভিন্ন প্রিন্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমা। পরে প্রধান অতিথি ফিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলকেলির উদ্বোধন করেন ।