রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম,তোফায়েল আহমেদ সিদ্দিকী (৩৫)।
মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর মেসার্স সান্টু ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার উপর থেকে ডিবি-উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করে।
বুধবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর মেসার্স সান্টু ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তোফায়েল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তোফায়েলের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫২ হাজার টাকা।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান জানান,এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যায়,তোফায়েল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করত। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযানের নেতৃত্বে ডিবি উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।
ডিআই/এসকে