
রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শামীম (২৩), শাহাদাত (২১), খোকন (৩৭), আমজাদ আলী বাবু (৩০) ও কামরুল ইসলাম (২১)।
এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, মাদক মামলায় দুজন ও সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসি এ কে এম মেহেদী হাসান।
ডিআই/এসকে