
রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপর থেকে ল্যাম্প পোস্টের তার চুরির অভিযোগে চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম,ইয়াসিন আহমেদ শান (২৫)।
বুধবার টঙ্গী থেকে রমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো.মাসুদ আলম।
তিনি জানান,সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে ল্যাম্প পোস্টের তার চুরির একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই চোরদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ টঙ্গী থেকে রমনা থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,প্রাথমিকভাবে গ্রেফতার আসামির চুরির ঘটনা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে