কক্সবাজার জেলার রামু থানা এলাকা থেকে এক পুলিশ সদস্যসহ তিন মাদক কারবারিকে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার রামু থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) জাহিদুল ইসলাম (৩৩), অভিজিৎ চৌধুরী (৩৫) ও পূষন চৌধুরী (৩৭)।
মঙ্গলবার দিবাগত রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়।
বুধবার(১৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এসব তথ্য জানান।
তিনি জানান, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ৭ হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট, ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরীকে (৩৭) আটক করা হয়।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী জানান, জাহিদের বাসায় প্রায় সময় বাইরের লোকজন আসা যাওয়া করত, এবং ইয়াবা ও অন্যান্য মাদক সেবন চলত। কিন্তু তারা সবাইকে পুলিশ পরিচয় দিয়ে তটস্থ রাখত।
ডিআই/এসকে