কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ সহ এক মাদক কারবারীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক কারবারীর বাড়ী তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করে ওই মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আরও এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
আটককৃত মাদক কারবারীর নাম রিয়াজুল হক বাঁধন (১৯)। অন্যদিকে পলাতক মাদক কারবারীর নাম বিদ্যুৎ (২২)। তারা সম্পর্কে আপন ভাই এবং পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটককৃত ও পলাতক উভয় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।