কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব হাসান নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পহেলা বৈশাখের দিন দুপুরে চর টেপার কুটি উত্তর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাকিব ওই এলাকার ডাক্তার আব্দুল মান্নানের।
স্থানীয়রা জানান, নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় রাকিব বিদ্যুতায়িত হলে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম জানান, মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।