বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের আয়োজিত এ শোভাযাত্রা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
সোমবার সকালে শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিএনপি, অঙ্গসংগঠন, স্থানীয় ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রঙিন ব্যানার, ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রে শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
খায়রুজ্জামান শিপন বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক।”
সুধীমহলের মতে, এমন কর্মসূচি তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করবে।