
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের ১নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ ঢালীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকার বিক্ষুব্ধ নারীরা।
উপজেলা কৃষকদলের বহুল বিতর্কিত সাবেক আহবায়ক রোকনুজ্জামানের হুকুমে উপজেলা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মোড়লের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে স্লোগান দেন তারা। সোমবার (১৪এপ্রিল) বিকেল ৫টায় বিষ্ণুপুর বিভূতির মোড়ে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় মহিলারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বলেন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী উপজেলা জুড়ে বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টিসহ নানা প্রকার অপতৎপরতায় জড়িত রয়েছে রোকনুজ্জামান। এজন্য উর্ধতন নেতৃবৃন্দ তাকে উপজেলা কৃষকদলের পদ থেকে অব্যহতি দেয়। কিন্তু বেপরোয়া রোকন এরপরও থেমে থাকেনি। সম্প্রতি রোকনুজ্জামান রোকনের নির্দেশে উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক বিষ্ণুপুর গ্রামের শাহজাহান মোড়ল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক চাঁচাই গ্রামের ইদ্রিস আলী, আবুল হোসেন, হমিদুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালিয়ে যুবদলের সভাপতি ফিরোজ ঢালীসহ ৩ থেকে ৪ জনকে গুরুতর জখম করে। হামলায় আহতরা বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তারা ন্যাক্কারজনক এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশদাতাসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।