স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) কর্তৃক পরিচালিত উপ- আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে।
আজ সারা দেশের ন্যায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) কর্তৃক পরিচালিত নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় ১১০টি উপ- আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। এতে প্রতিটি স্কুলে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।
দিবসের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামীণ খেলা, লোকজ নৃত্য, দেশের গান, বিভিন্ন ধরনের গ্রামীণ ভর্তা দিয়ে খাবার পরিবেশন, যেমন খুশি তেমন সাঝ, অভিনয়, কবিতা পাঠ ইত্যাদি।
স্বাবলম্বী শিক্ষা কর্মসূচীর পিসি জনাব শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটন জানান, সারা দেশের ন্যায় আমাদের ১১০টি উপ- আনুষ্টানিক স্কুলে আবহমান বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩২ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এতে প্রতিটি স্কুলের কোমলমতী শিক্ষার্থীরা এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে।