
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুছড়ি সীমান্তে ৯ চোরাচালান শ্রমিককে আটক করেছে বিজিবি।
রোববার,(১৩ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে লেম্বুছড়ি সীমান্ত সীমান্ত সড়ক থেকে স্হানীয় সীমান্ত চোরাচালান কারবারিদের মালামাল বহন কাজে নিয়োজিত ৫ জন অপ্রাপ্তবয়স্ক সহ মোট ৯ জন শ্রমিকে আটক করে। অতঃপর জোন সদর নিয়ে আসেন।
রোববার সন্ধ্যায় এদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানান। আটককৃত শ্রমিকরা সীমান্তের ৪৮ পিলার এর শূন্য লাইনস্হ চেলির টাল নামক স্থান হতে গরু ও অন্যান্য বার্মিজ পণ্য সামগ্রী না পেয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে উপরোল্লেখিত স্হানে বিজিবি কর্তৃক আটক হয।
আটককৃতরা হল,আব্দুর রহিম (৪৫) পিতা, সৈয়দুর রহমান সে ককসবাজার জেলার টেকনাফের ছাবরাং কোয়াংছড়ি পাড়ার বাসিন্দা।
সৈয়দ হোসেন (১৩) সে কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়ার আবুল মনছুরের ছেলে।
মোঃ শফিউল আলম (১৯) এ যুবক কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া জয়নাল আবেদীনের ছেলে। মোঃ সুলতান আমিন (১৯) একই সাকিনের নুরুল আলমের ছেলে। বাবুল আহমেদ (১৭) সে গর্জনিয়া ইউনিয়নের বেলতলীর সুলতান আহমদের পুত্র।
দেলোয়ার হোসেন সাইদী (১৬) এ শিশু কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের রশিদ আহমদের ছেলে। ইদ্রিস মিয়া (৩৯) সেও একই সাকিনের মৃত সৈয়দ আহমতের ছেলে।
সালাউদ্দিন (১৪) এ শিশু টিও একই সাকিনের আলাউদ্দিনের পুত্র। পিতাঃ আলাউদ্দিন
মোঃ বাবুল মিয়া (১৭)৷প্রঃরবিউল। শিশটি
গর্জনিয়া ইউনিযনের পুর্ব জুমছড়ি গ্রামের নুরুল আলমের ছেলে।