
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশিষ্ট ব্যবসায়ী জয়পুরহাট জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি ও বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি সর্বজন সম্মানিত ব্যক্তি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে অবমাননা করায় মসজিদের সকল মুসল্লীবৃন্দ, চাউল কল মালিক সমিতি ও বণিক সমিতির যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রবিবার বিকেলে বাদ আছর নামাজ শেষে বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ হতে ব্যানার ও ফেস্টুন হাতে পাঁচবিবির সর্ব স্তরের মুসল্লিরা প্রতিবাদ জানিয়ে এক র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট-হিলি সড়কের তিনমাথা চত্বরে গিয়ে মিলিত হয় এবং সেখানে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু হাসনাত মন্ডল হেলাল।
যুবনেতা নয়ন প্রধানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জামিল হোসেন, মুসল্লী আবুজার রহমান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ। বক্তারা সম্মানিত মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে অপমান করায় অবমাননাকারী মাওঃ আব্দুল ওয়াদুদ ও মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।