
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো.দক্ষিণ কার্যালয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. আইয়াস (২০)৷ শুভ মন্ডল (৩০),কায়েস রানা (৫৪) ও সজিবুল হোসেন শুভ (৩৪)।
রবিবার (১৩ এপ্রিল ) রাতে ডিএনসির ঢাকা মেট্রো. দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মো. খোরশিদ আলম এ তথ্য জানান।
তিনি জানান,রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার পাশে কক্সবাজার -ঢাকা গামী সেন্টমার্টিন পরিবহন তল্লাশি করে সাড়ে ৮০ হাজার ইয়াবা জব্দসহ মো.আইয়াস (২০) নামের একজনকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা পশ্চিম থানার এলাকা থেকে দুই হাজার ৫০০ ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার বাদী উপ পরিদর্শক আব্দুল আল মামুন।
ডিআই/এসকে