
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মেহেদী হাসানকে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি মো.এনায়েত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
রবিবার (১৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের পরিচালক মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির তথ্য জানানো হয়।
একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেনকে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সরকার পরিচালক হিসেবে বদলি করা হয়।
উল্লেখ্য,এর আগেও ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান।
ডিআই/এসকে