রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জমি জবর দখল অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোন্দা গ্রামের সাইদুর রহমান প্রামানিক ( অরূফে সৈয়দ আলী প্রামানিক ) রেকর্ডিয়, জমিজমা প্রায় ৬০ বছর ধরে ভোগ-দখলে রয়েছেন। অল্প কিছুদিন থেকে একই গ্রামের ইয়ার মোহাম্মদ খাঁর ছেলে জুলহাস ও তাঁর সাঙ্গপাঙ্গরা ওই জমিজমা তাঁদের দাবী করে জবর-দখল অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ নিয়ে গ্রামে একাধিক সালিস দরবার হলে তাঁরা উপযুক্ত দলিল দস্তাবেজ দেখাতে পারেননি বলে সূত্র জানায় । জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে গত ৭ এপ্রিল সন্ধায় আশরাফুল ইসলামের চাচা আয়নুল প্রামানিককে একা পেয়ে জুলহাস গংরা মারধর করেন এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন বলে অভিযোগে প্রকাশ । অপর দিকে একই জমিজমা নিয়ে সাইদুর রহমান প্রামানিকের পুত্র সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম ও তাঁর পরিবারের অন্য সদস্যদেরকে নানা রকম ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকি দেয়া হয়েছে।
প্রথমত আয়নুল প্রামানিক কোন্দা গ্রামের জুলহাস ৫০, পিতা ইয়ার মোহাম্মদ খাঁ, মাহাবুর রহমান পিতা মৃত আব্দুস সামাদ,মোজাহার ৪৫, পিতা মানিকুল্লাহ, শরিফুল ইসলাম ৪০, পিতা লহর আলী এই চার জনের নাম উল্লেখ করে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অপর দিকে কলেজ শিক্ষক আশরাফুল ইসলাম বাদী হয়ে, কোন্দা গ্রামের ইয়ার মোহাম্মদ খাঁর দুই পুত্র জুলহাস ও তসলিমকে বিবাদী করে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোন্দা গ্রামের একজন বয়োবৃদ্ধ জানান, জুলহাস গংরা গত ৫ আগস্টের পর বাড়ীঘর ভাঙচুর ও চাঁদাবাজি করে আসছে।লোকজনকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, কেউ হুমকি দিয়ে থাকলে, জিডি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজ শিক্ষক আশরাফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বলেন, খোঁজ নিয়ে আপনাকে বিস্তারিত জানাতে পারবো।