ঢাকা, মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারীতে নববর্ষ উদযাপন
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে খায়রুজ্জামান শিপন
কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন
মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী
যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নানা আয়োজনে রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া
মাহা সাংগ্রেং-বৈশাখ উপলক্ষে পাহাড়িজনপদ নাইক্ষ্যংছড়িতে আনন্দ শোভাযাত্রা পালিত
স্বাবলম্বী স্কুলের শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন
পাঁচবিবিতে বাগজানা মিসবাহুল উলুম কাওমী মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপন
নববর্ষকে স্বাগত জানিয়ে কয়রায় বিএনপির রঙিন শোভাযাত্রা
ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা
রাজাপুরের গালুয়ায় যুবদলের আলোচনা সভা

নান্দাইলে রাস্তার পাশে পচাঁ ডিম ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’কে খোলা চিঠি

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জনবহুল ও জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে পচাঁ ডিম ফেলে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’কে খোলা চিঠি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে ও চিঠির মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করায় তা ব্যাপক ভাইরাল হয়েছে। পাশাপাশি সুশীল সমাজের নাগরিক তথা ফেসবুক ব্যবহারকারীদের মাঝে পজেটিভ কমেন্টস সহ পরিবেশ দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। উক্ত খোলা চিঠি পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বিষয়টি নোট করেন এবং দ্রুত ব্যবস্থা নিবেন বলে ফেসবুক পোস্টে মূল্যবান কমেন্টস করে সকলকে আশ^স্ত করেন। সরজমিন পরিদর্শনে জানাগেছে, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা “নান্দাইল রোড- তাড়াইল” সড়কের “যুগের হাওর” নামক স্থানে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ী ও পোল্ট্রি হ্যাচারি মালিক তাদের পঁচা ডিম ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে আসছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের ফলে এলাকার বাতাস দূষিত হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পঁচা ডিমের দুর্গন্ধে “যুগের হাওর” এলাকার পরিবেশ এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যাত্রীদের ওই রাস্তা অতিক্রম করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রী বমি করতে বাধ্য হন। অথচ “যুগের হাওর” এলাকায় বিভিন্ন উৎসবের সময় এলাকার রুচিশীল ভ্রমণ পিপাসু মানুষ রাস্তার পাশে এসে সময় কাটাতো ও গল্প করতো, এ যেন ছিল পর্যটন স্থান। কিন্তু পরিবেশ দূষণের কারনে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে “উলুহাটি পাওয়ার জেনারেশন” পুনরায় পঁচা ডিম ফেলা বন্ধের জন্য ইউএনও’র নিকট খোলা চিঠি দেয়। স্থানীয় সমাজকল্যাণমূলক সংগঠন “উলুহাটি পাওয়ার জেনারেশন” নেতৃবৃন্দরা জানান, পূর্বে ২০২৩ সনে পঁচা ডিম ফেলতে থাকা অবস্থায় কতিপয় দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। কিন্তু প্রশাসন কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিয়ে তাদের ছেড়ে দেয়। এর পিছনে প্রভাবশালী মদদদাতারা অর্থের মাধ্যমে আইনকে প্রভাবিত করেছে বলে অভিযোগ তুলে ধরেন। ফলে দুষ্কৃতকারীরা আরও বেপরোয়াভাবে যুগের হাওর এলাকায় পঁচা ডিম ফেলতে শুরু করে। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, যুগের হাওর এলাকায় রাস্তার পাশে পরিবেশ দূষণের বিষয়টি জানতে পেরেছি, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ