বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১৫ দিনের সাংগঠনিক গণসংযোগ উপলক্ষে ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।গতকাল রোববার তিনি উপজেলার বগারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট বাজারসহ বিভিন্ন মোড়ে গণসংযোগ করেন এবং পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।এসময় তিনি জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে মানুষকে অবগত করেন। পাশাপাশি আগামি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষকে জামায়াতের পাশে থাকার আহবান জানান। গণসংযোগকালে উপজেলা জামায়াত ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, জামায়াতের কার্যক্রম ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আমরা মাঠে নেমেছি। ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আগামি জাতীয় নির্বাচনে মানুষ যাতে সৎ, যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে পারে সেই বার্তাই আমরা জনসাধারণকে দিয়ে যাচ্ছি।