
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছায় অবৈধ ভাবে বালি ও মাটি বিক্রির অপরাধে নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১৫(৪) ও ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে আটক করা হয়।
পরে তাকে ৫০হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ৩০ দিনের জেল দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ৭০০ টাকা দরে ১৪২ ট্রাক মাটি বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।